
আজকে কেএল গ্লোবাল সিটি হলেও, মালায়াতে শহর হিসেবে এর খুব বড় ভূমিকা ছিল না। প্রত্যেক প্রদেশের রাজধানী ছিল। আর জমজমাট শহর হিসেবে সিঙ্গাপুর আর পিনাঙ অনেক বেশী পরিচিত ছিল তখন। ১৮৯৬ সালে কেএল ফেডারেটেড মালায়ার রাজধানী হবার পর থেকে ইতিহাসে এর স্থানটা পোক্ত হওয়া শুরু করে। তাই কেএল এ এসে ইতিহাসের খোঁজ করতে গেলে হতাশ হবার সুযোগটা থেকেই যায়।
সেদিন খেয়াল করলাম পুরোনো কুয়ালা লুমপুরে সামান্য কিছু অংশ এখনও অবশিষ্ট আছে পুডুর দিকে। তাই কাল ক্যামেরা নিয়ে বের হলাম, মারদেকা স্কয়ার আর পুডু এলাকার ছবি তোলা। মারদেকা স্কোয়ারে ব্রিটিশ প্রশাসনিক দপ্তর থাকায় দু'তিনটে বাড়ি এখনও আছে। আর পুডুর দিকে (পেটালিং স্ট্রিট বলাই ভালো) আছে পুরোনো শপহাউস কিছু। খুব ভালো ছবি কিছু হয়নি, কিন্তু এলাকাটা এক্সপ্লোর করা গেছে। আর ক'বার গেলে ভালো কিছু তোলা যেতে পারে।
মারদেকা স্কয়ারের HDR

তুন এইচ. এস. লী স্ট্রিট

নতুন কেএল

কে এল মানেই চোখের সামনে ইয়া বড় বড় বিল্ডিঙ্গের ছবি ভেসে ওঠে। পুরানো ছবি আরো থাকলে দিয়েন। দেখার ইচ্ছা আছে। প্রথম দুটো ছবিতে দেখি স্টার ব্যবহার করেছেন। শেষেরটার পোস্ট প্রসেসিং দেখার মতন !! (আপনার থেকে শেখা বিদ্যা ঝাড়লাম আরকি বলতে পারেন, হেঃ হেঃ হেঃ)
ReplyDeleteস্টার ব্যবহার করা হয় নাই
ReplyDeleteঅ্যাপারচার ১০ এর দিকে দিলে এমনিই স্টার ইফেক্ট দেখা যায়..