সচলায়তনে ইবুক বের করার একটা প্র্যাকটিস আছে সেই শুরু থেকেই। ভাবলাম সবার তোলা ছবি নিয়ে ইবুক করলে কেমন হয়। নিজের তোলা ছবির সাথে নিজের লেখা ব্লগ/গল্প/কবিতা। ব্লগ লেখার চলটা উঠে যাচ্ছে, নেটে এখন সবাই সাহিত্য করতে চায়। প্রতিদিনের সাদামাটা গল্প যে কতোটা আগ্রহজাগানিয়া হতে পারে সেটা তুলে ধরার একটা গোপন ধান্দা মাথায় রেখে বইটা করতে গেছি। অনেক বলে কয়ে দুডজন লেখা পাওয়া গেছে। আমার ধারনা সত্যি করে সেগুলো আসলেই অনেক মনকাড়া হয়ে হাজির হয়েছে। আসলে সবাই ভালো ছবি তোলে, ভালো লেখে। শুধু কারোও উদ্যামটা নাই, কারো মনে কেবলই সংকোচ!
যাই হোক, শেষমেষ বইটা দেখতেপড়তে মন্দ হয়নি, থ্যাংক্স টু নজমুল আলবাব। তিনি লেখা আর গেটআপ না দেখে দিলে আমারও বড় সংকোচ হতো..
ডাউনলোড লিংক
পুনশ্চঃ অ্যাডোবি অ্যাক্রোব্যাট ছাড়া বই করা সম্ভব হচ্ছিল না, খোঁজ দেবার জন্য অমিত আহমদের প্রতিও কৃতজ্ঞতা
Thursday, March 19, 2009
Subscribe to:
Post Comments (Atom)
No comments:
Post a Comment
To comment in Bangla, please use Avro Keyboard Interface. Click here for Bangla Installation Guide.
বাংলায় লিখতে অভ্র কিবোর্ড ব্যবহার করুন. বাংলা ইন্সটলেশন গাইড পাবেন এখানে।