Sunday, March 22, 2009

মাইন্‌স সরোবরে

কুয়ালা লুমপুরের জন্ম হয়েছিল টিনের সন্ধানে। শ্রী কেম্বাঙ্গানের যে জায়গাটায় পৃথিবীর সবচে' বড় ওপেন কাস্ট টিনের খনি ছিল সেই জায়গাটা এখন পরিনত হয়েছে লেকে, আর এই লেক ঘিরে গড়ে উঠেছে মাইন্‌স রিসোর্ট সিটি

সাতাশ রিঙ্গিত দিলে এই লেকে নৌকা চেপে চল্লিশ মিনিট ঘোরা যায়। অতিথি সেবার কারনে সেদিন যেতে হল, সন্ধ্যায়। মাইন্‌স মল থেকে নৌকা ছাড়ে। লেক আসলে দুটো, দুটোর পানির আবার দুই উচ্চতা। তাই প্রথমে নৌকা যায় ওয়াটার লকে। ওয়াটার লকে ঢোকার পর মিনিট সাতেক লাগে পানি নামতে। পানামা কানালেও নাকি এমন করেই জাহাজ পার হয়। ইন্টারেস্টিং ব্যাপার!

নৌকার কাপ্তান আমাদের এক ফাঁকে প্যালেস অফ গোল্ডেন হর্সেস দেখিয়ে আনলেন। দাবী করা হয় এটা নাকি সিক্স স্টার হোটেল। প্যালেস বললে ভুল হয় না। বেশ কবার গিয়েছি, পানাহারও চলেছে, কিন্তু ছয় তারকার ঘটনাটা স্পষ্ট হয়নি। কে জানে কি মার্কেটিং স্ট্যাটেজির চাল এটা!



নৌবিহারের নৌকা!


ওয়াটার লক


প্যালেস অফ গোল্ডেন হর্সেস


মাইন্‌স প্যানোরামা

2 comments:

  1. ওয়াটার লকটা দেখে একটু ভয়ই পেয়ে গেছিলাম। মাইনস এর প্যানোরামাটা দেখতে দারুন লাগল। সোনার ঘোড়ার হোটেলটা আসলেই তো প্রাসাদের মতন দেখতে।

    ReplyDelete

To comment in Bangla, please use Avro Keyboard Interface. Click here for Bangla Installation Guide.

বাংলায় লিখতে অভ্র কিবোর্ড ব্যবহার করুন. বাংলা ইন্সটলেশন গাইড পাবেন এখানে