Thursday, May 14, 2009

ট্রেকিফিভারে পড়ে

স্টারট্রেক নতুনটা দেখে ব্যাপক ভালো লেগেছিল। তাই বাসায় এসে Rapidshare এর কল্যাণে নামিয়ে ফেললাম

মাশীদ আগেই সাবধান করে দিল, নতুনটা ভালো লাগবার কারন নাকি এর হালকাচালের নন-সিরিয়াস উপস্থাপনা। আমি বললাম, "হুম", তারপর দেখতে বসলাম প্রথমটা। মাশীদের কথা সত্য প্রমানিত হল। বেশীক্ষন দেখা গেল না। দ্বিতীয়টা দেখা গেলেও আহামরি লাগলো না। তৃতীয়টাও বোগাস। কিন্তু চতুর্থটা দেখে মজা লাগলো। মজার ব্যাপার হল এই (চার নম্বরটা) সিনেমাটার ডিরেক্টর ছিলেন মিস্টার স্পাক খ্যাত লেনার্ড নেময় (যদিও ভদ্রলোক পুরো সিনেমা জুড়ে টাওয়েল মার্কা কাপড়ের বাথরোব-টাইপ কিছু একটা পড়ে পার করে দিলেন)।

স্ট্রারট্রেক নিয়ে সিনেমা হয়েছে ডজন দেড়েক এর মতো। ভাবছি বাকিগুলোও দেখে ফেললে কেমন হয়..

No comments:

Post a Comment

To comment in Bangla, please use Avro Keyboard Interface. Click here for Bangla Installation Guide.

বাংলায় লিখতে অভ্র কিবোর্ড ব্যবহার করুন. বাংলা ইন্সটলেশন গাইড পাবেন এখানে