
আমি টেলিফোটোর মানুষ ছিলাম। কিন্তু ভীষণরকম দাম হওয়ায় ওয়াইড অ্যাঙ্গেলের দিকে ঝুকলাম একদিন। কিছুদিন পরে টের পেলাম ওয়াইড অ্যাঙ্গেল লেন্স জিনিসটা সহজ বস্তু নয়, একে ঠিকমতো ব্যবহার করতে পারলে কঠিন ছবি বের করা সম্ভব। টেলিফোটো পারস্পেকটিভ কমিয়ে দেয়, ওয়াইড তার উল্টো। ফলে সবকিছু একটা বিন্দুতে একাকার হয়ে জটিল ইফেক্টের জন্ম দেয়। এসব কারনে ওয়াইড অ্যাঙ্গেলের প্রেম ঘন হতে থাকলো, ফাইনালি আমাকে ধরল ল্যান্ডস্কেপ তোলার নেশায়। এইচডিআর করে এতোদিন তুলতাম। একদিন পত্রিকায় দেখি নিউট্রাল ডেনসিটি ফিল্টার ব্যবহার করে অনেকটা এইচডিআর এর মতো জীবন্ত ল্যান্ডস্কেপ তোলা সম্ভব। আর পড়তে গিয়ে জানলাম গ্র্যাডুয়েটেড নিউট্রাল ডেনসিটি ফিল্টারের কথা। এ জিনিসের জন্য বিশেষ ফিল্টার হোল্ডর লাগে যার দাম মোটেও কম না। ইবেটে ট্রাই দিতেই দেখি ২০০ রিংগিতের জিনিসের চীনা ভার্শন ৩০ রিংগিতে বিক্রি হচ্ছে। দিলাম অর্ডার। হোল্ডার পেলেও ফিল্টার ছিল না। রিপি বলেছিল এনংটং নামে দোকানটার কথা। পিজে এসএস২ তে সেই দোকান। গাড়ি নিয়ে গেলাম, জিপিএস ছিল বলে রক্ষা। গিয়ে তো পুরা পাংখা! সিপিএল, এনডি৮, গ্র্যাড এনডি৮ আর স্টার৮ ফিল্টার কিনে ফেললাম। ককিনের সিস্টেম সর্বোচ্চ ৮২মিমি মাপের লেন্স সাপোর্ট করে। তাই এগুলো সহজেই অন্য লেন্সেও ব্যবহার করা যাবে। নতুন খেলনায় মেজাজ ভালো হলেও খসে গেছে ৪০২.৭০ রিংগিত!!!
এই হল আজকে এক্সপেরিমেন্ট, হাত পাকলে আরও ভালো কিছু দেখানো যাবে ;)

ককিনের সাথে কি স্টার ফিল্টার ও লাগাইছেন?
ReplyDeleteজ্বী জনাব..
ReplyDeleteস্টারটাও ককিনের, CPL কিনসি, সেইটাও ককিনের..