
মে দিবসের ছুটিতে কি করা যায়? মনে পড়ল বাটু কেভ্স্ এর কথা। আমপাং পার হয়ে আরেকটু গেলেই বাটু কেভ্স্। হাজির হয়ে দেখি কঠিন অবস্থা। পাহাড়ের গা কেটে শতিনেক সিড়ি পার হলে গুহার মুখ, আর পাহাড়ের পাদদেশে ১৪০ ফিট উঁচু দেবতা মুরুগানের মুর্তি।
মাশীদের কুবুদ্ধিতে সিড়ি ভাঙার পথ ধরলাম। ২০০ ধাপ পেরিয়ে প্রাণ যায় যায়! ভেতরে তেমন কিছু ছিল না। কিন্তু বিশাল গুহার আলাদা একটা দেখার মতো রূপ আছে। কোন একটা কারনে কোন ছবিই ভালো হয়নি। মজা লাগলো একটা টেরাকোটা মুর্তি দেখে, একদম রিটন ভাই এর মতো দেখতে।

কাল ঘুরে আসলাম বাতু কেভস ... আমরা চিলিং জলপ্রপাত দেখতে যাব ... http://www.waterfallsofmalaysia.com/51chiling.php ... আপনি কি গেছেন ওখানে?
ReplyDeleteফ্রেজারস হিল থেকে ফেরার পথে মিনিট পাঁচেকের জন্য থেমেছিলাম
ReplyDeleteআটঘাট বেধেঁ আবার যেতে হবে.. :)
জুন মাসে আমরা এক রাত ক্যাম্প করে থাকতে চাই ... আমারা ওখানকার সব ডিটেলস তথ্য যোগার করেছি ... আমি কাল আপনাকে মেইল করে দিব ... আপনি যদি আমাদের সাথে যান আমারা খুব খুশি হব ...
ReplyDelete