Thursday, May 7, 2009

সচলায়তনের কয়েকটা ব্যানার..

এটা সচলায়তনের প্রথম ব্যানার, জয়নুল আবেদীনের ছবিকে ভিত্তি করে করা



মিয়ানমারে যখন ভিক্ষুরা বিদ্রোহ করে, সচলে তখন এই ব্যানার ঝুলেছিল



বাংলাদেশের নষ্ট রাজনীতি দেখে





সরকারীভাবে ইন্টারনেটে মনিটরিং শুরু হবে জেনে



জামাতীরা মুক্তিযোদ্ধা আলী আমানকে লাঞ্ছিত করে, সচলের ব্যানারও প্রতিবাদ করলো,
এবং তার ক'দিন পরেই ব্যানড্!



সবার মুখে একটাই প্রশ্ন, সচলকে কি ব্যান করা হল? ব্যানার বলল, হ্যাঁ



ডিজিটাল বাংলাদেশের প্রথম ডিজিটাল সাফল্য, ইউটিউব ব্যান্ড!!

ওয়ান ইলেভেনের পরে করা হয়েছিল নীচের দুটো ব্যানার





জামাতীরা যখন ১৯৭১কে তাচ্ছিল্য করে যা তা (দেশে কোন যুদ্ধাপরাধী নাই, মুক্তিযোদ্ধারা ভারতে গেছে সুন্দরী নারীর লোভে ইত্যাদি ইত্যাদি) বলা শুরু করলো তখন ব্যানার বদলেছে ক্রমাগত





(এটা নিয়ে জুবায়ের ভাই এর পোস্টটা আছে এইখানে)


এটা ঝুলেছিল ফেব্রুয়ারি মাসে

আজকে রিটন ভাই সচলে লিখেছেন

মুহম্মদ জুবায়েরের প্রবল প্ররোচনায় প্রথম সচলায়তনে আসার পর প্রথমেই আমার চোখ কেড়ে নিয়েছিলো এর অপরূপ ব্যানারটি। চোখকাড়া অসাধারণ দৃষ্টিনন্দন ব্যানারটি করে দিয়েছেন কোন সে কারিগর? ছবি রঙ লোগো লেটারিং কম্পোজিশন সব মিলিয়ে এক কথায় অপরূপ সেই ব্যানারটির নির্মাতার খোঁজ নিতে গিয়ে জানলাম নাম তাঁর অরূপ। অরূপ নামের অপরূপ ব্যানারের শিল্পীটি আমার ব্যক্তিগত পছন্দের তালিকায় চলে এলেন। প্রায়ই বদলে যায় সচলায়তনের ব্যানার আর একেকটা ব্যানার বদলের সঙ্গে সঙ্গে আমার মুগ্ধতাও বৃদ্ধি পেতে থাকে। অরূপের করা ব্যানারগুলোয় স্নিগ্ধতার পাশাপাশি প্রয়োজনে যুক্ত হতো কখনো দ্রোহ কখনো মমতা আবার কখনো কখনো তারুণ্যের প্রবল উচ্ছ্বাস।

আচ্ছা, লেখাটায় অরূপের করা ব্যানারগুলোর কথা বলতে গিয়ে আমি পাস্ট টেন্স ব্যবহার করছি কেনো আগাগোড়া? অরূপ কি সহসা আমার মতো নগণ্য একজনের মুগ্ধতা বাড়াতে এগিয়ে আসবে না?


কি বলবো বুঝতে পারছি না..
শিমুলের কথামতো লাঠি হাতে মনের মাঠে একাএকা ঘুরি..

No comments:

Post a Comment

To comment in Bangla, please use Avro Keyboard Interface. Click here for Bangla Installation Guide.

বাংলায় লিখতে অভ্র কিবোর্ড ব্যবহার করুন. বাংলা ইন্সটলেশন গাইড পাবেন এখানে