Thursday, June 11, 2009

শেষ পর্যন্ত Windows 7


আগে বাড়িতে কম্পিউটার ছিল ছয়টা, এখন একটা কমে পাঁচে ঠেকেছে। সবচে' ছোটটা লাগানো টিভির সাথে, যেন আরাম করে DivX ফরম্যাটে র‌্যাপিডশেয়ার থেকে নামানো সিনেমা দেথা যায়। এটাতে তেমন একটা সফ্টওয়্যার থাকার দরকার হয় না, ভালো কয়েকটা মিডিয়া প্লেয়ার আর পিকচার ভিউয়ার থাকলেই চলে। তো একদিন দেখি, সেই পিসি উল্টাপাল্টা আচরন করছে, ভাইরাস টাইরাস হবে। ঠিক করতে গিয়ে ভাবলাম উইন্ডোজ সেভেন চালিয়ে দেখলে কেমন হয়..। উইন্ডোজে সেভেন এখন ফ্রি ডাউনলোড করা যায়, মাইক্রোসফ্টের দাবী এটা নাকি বেশ দ্রুত গতির ও.এস.। এই দাবী কতোটা সত্য সেটা জানার জন্য আমার পিচকা পিসির চাইতে ভালো কিছু নাই, তাই কালকে রাতে ইনস্টল করেই ফেললাম। জিনিস দেখতে মনোহর এবং আসলেই দ্রুত!! আর ২০১০ এর জুলাই পর্যন্ত কপিটা লীগাল.. হে! হে! হে! ঠিকমতো চললে লাইসেন্স কিনে ফেলব, টিল দেন দেখা যাক এই খেলনা দিয়ে কেমন চালানো যায় কাজকর্ম...

No comments:

Post a Comment

To comment in Bangla, please use Avro Keyboard Interface. Click here for Bangla Installation Guide.

বাংলায় লিখতে অভ্র কিবোর্ড ব্যবহার করুন. বাংলা ইন্সটলেশন গাইড পাবেন এখানে