
২৭শে জুনে আমার এক্সিবিশন হয়ে গেল কুয়ালা লুমপুর পার্ফমিং আর্টস্ সেন্টারে (KLPAC)। উপলক্ষ্য আর্বানস্কেপস্ ২০০৯। আর্বানস্কেপস্ হল দিনব্যাপী ক্রিয়েটিভ আর্টস্ উত্সাহীদের মিলনমেলা। কুয়ালা লুমপুর পার্ফমিং আর্টস্ সেন্টার খানিকটা চারুকলার মতো জায়গা, গিয়েই নস্টালজিক হয়ে গেলাম। আর্বানস্কেপস্ আয়োজন করে KLue ম্যাগাজিন। তারা চারটা মাল্টিমিডিয়া প্রজেক্টরে চারটা গ্রুপের ছবি দেখিয়েছে সারাদিন ধরে। আমি ছিল KLickr গ্রুপে। এরা 24 KLite (২৪জন কেএলবাসী) এর উপরে ফোটোস্টোরি করেছে, ২৪টা স্টোরির মধ্যে ৩টা ছিল আমার, লিউ দ্য গোল্ডম্যান, বোর্নিও ইন্ক আর স্যাম দ্য ম্যাসের (যে লোক মাসাজ করে তাকে বলে মাসের, মহিলা হলে বলে মাসুস)। রাতের দিকে বোর্নিও ইন্কের লিনা আর সাইমন এসেছিল। ওরাও খুশি। এরা ব্রিটনি স্পিয়ার্স, অ্যান্থনি বোর্ডেইন এর মতো মানুষের ট্যাটু করে। মালেশিয়ার সেরা ট্যাটু আর্টিস্ট। এরা যে আমাকে ছবি তুলতে দেবে এটা আমারও ধারনার বাইরে ছিল। কপাল ভালো, তিন সাবজেক্টই ছিল ব্যাপক কোঅপারেটিং! শুনলাম KLue ম্যাগাজিনের এডিটর আমার গোল্ডম্যানকে নিয়ে করা স্টোরি দেখে মুগ্ধ, সে নাকি পাবলিশ করতে চায়! মনে হচ্ছে দুটো পয়সাও দেবে ;) ভালোই। ফাইভডি মার্ক টু কিনেছি। টাকাটা কাজে লাগবে ঋণ শোধ করতে। এক্সিবিশনে ফুইচেং, কেনতো আর জোসেফ এসেছিল। মাশীদে ছিল ঢাকায়..

প্রদর্শনী দেখছে দর্শক
24hr KLites from KLickr on Vimeo.

কুয়ালা লুমপুর পার্ফমিং আর্টস্ সেন্টার

মুক্ত-নাটক

Nagen & Shafina @ KLPAC
২৮ তারিখ পুডু বাজারে গেছিলাম ফোটোওয়াকে। ছবি তুলতে যাব, দেখি ফট করে একফোঁটা রক্ত এসে পড়ল ক্যামেরার প্রিজম হাম্পে! এক ছাগল এক কোপে একটা কাছিমের মাথা কেটে ফেলেছে, আর তার রক্ত ছিটকে পড়েছে ক্যামেরার উপর! কি যন্ত্রনা!! ফাইভডি মার্কটু কিনে অতি মুগ্ধ। ISO 6400তে যা ছবি আসে!! আহা!..

5D Mark II @ ISO 6400
No comments:
Post a Comment
To comment in Bangla, please use Avro Keyboard Interface. Click here for Bangla Installation Guide.
বাংলায় লিখতে অভ্র কিবোর্ড ব্যবহার করুন. বাংলা ইন্সটলেশন গাইড পাবেন এখানে।