Saturday, June 13, 2009

আমার প্রথম ফোটোস্টোরি - ১

শাফিনা ফ্লিকার গ্রুপে জানতে পারি ওরা কেএলাইটদের নিয়ে ফোটোস্টোরি করতে যাচ্ছে। নাম দিয়ে দিলাম। কিন্তু এরপর তো আর সাবজেক্ট পাইনা! গতকাল (রাত বারোটা পার হয়ে গেছে কি না) ভাবলাম কাজ শুরু না করলেই না। সবাইকে একেকটা পেশার লোক ঠিক করে তার সারাদিনের কাজকর্ম নিয়ে স্টোরি করতে হবে। আমি ঠিক করেছিলাম পেট্রল স্টেশনের কর্মী আর ট্যাক্সি ড্রাইভার। সেই মতে কুমারকে ঠিক করেছিলাম। সে আর পুরানো ক্যাবওয়ালা। আজকে সাড়ে তিনটার আসার কথা। বসে থাকতে থাকতে পাঁচটার দিকে জানা গেল সে নাকি এসে অপেক্ষা করেছে আধা ঘন্টা! আসলি যখন একটা কল দিতে পারলি না!! যাই হোক, কুমারকে না পেয়ে কঠিন বিপদে পড়লাম। কি করা যায় ভাবতে ভাবতে বুকিত বিন্তাং-এ দৌড় দিলাম। প্ল্যান ছিল ট্যাটুওয়ালা আর হেয়ার স্টাইলিস্টকে নিয়ে কাজ করব। পথে ফুটমাসাজের দোকান পড়তেই মনে পড়ল গোল্ডম্যানের কথা। ইন্টারেস্টিং সাবজেক্ট। কিন্তু পাই কোথায় তাকে? মাসাজওয়ালাকে জিজ্ঞেস করতেই সে বলল সে খোঁজ দেবে কিন্তু একটা মাসাজ নিতে হবে তার আগে। আমি বললাম, তথাস্তু!
(চলবে)

No comments:

Post a Comment

To comment in Bangla, please use Avro Keyboard Interface. Click here for Bangla Installation Guide.

বাংলায় লিখতে অভ্র কিবোর্ড ব্যবহার করুন. বাংলা ইন্সটলেশন গাইড পাবেন এখানে