Tuesday, June 16, 2009

ফোটোস্টোরিতে হাতেখড়ি!!

দুটো ফোটোস্টোরি করলাম শাফিনাদের 24KLites প্রজেক্টের জন্য। খুব শখ করে করতে গেছি। শেষ পর্যন্ত যে খুব ভালো হয়েছে তা বলা যাবে না, কেমন সুর কাটা কাটা মনে হচ্ছে। তারপরও প্রথম কাজ তো :)

দেখা যাবে নীচের লিংক থেকে

গোল্ডম্যান অফ কেএল


বোর্নিও ইংক এর ট্যাটু আর্টিস্ট

1 comment:

  1. দু'টোই দুর্দান্ত হয়েছে। সব দিক থেকেই।

    দ্বিতীয় সিরিজটা পেশার দিকে বেশি ফোকাসড ছিলো মনে হয়। আর প্রথমটায় ব্যক্তিজীবনও উঠ এসেছে। সেদিক থেকে ভাবলে প্রথম সিরিজে আরো ছবি রাখা যেতো।

    ReplyDelete

To comment in Bangla, please use Avro Keyboard Interface. Click here for Bangla Installation Guide.

বাংলায় লিখতে অভ্র কিবোর্ড ব্যবহার করুন. বাংলা ইন্সটলেশন গাইড পাবেন এখানে