লোকজনের সাদাকালো ছবি দেখে বহুবার চেষ্টা করেছি, কিন্তু সেরকম পাঞ্চি ইফেক্ট আসেনি আমারগুলোতে। শেষে সাদাকালোতে হাল ছেড়ে দিলাম। গতকাল নতুন কায়দায় আবার শুরু করলাম, শার্পনেস আর কনট্রাস্ট নিয়ে গুঁতানোর পর দেখা গেল মন্দ হচ্ছে না। ভাবছি সাদাকালোতেই ফিরে যাব নাকি..
সাদা কালো ভালো, কিন্তু উপরের কিছু ছবি রঙ্গীন দেখতেই মজা লাগতো
ReplyDeleteএরকম সাদাকালোকে বলে টুয়েন্টিফার্স্ট সেন্চুরি সাদাকালো।
ReplyDeleteতবে বিষয় অনুযায়ী এসব ফুটে ভালো।
টেক্সচার, স্ট্রাকচার, প্যাটার্ন এগুলোর জন্য সাদাকালো ভালো।
একটা বাচ্চার ছবির চাইতে বৃদ্ধ মানুষের ক্ষেত্রে সাদাকালো অন্য একটা গভীর অর্থ তৈরি করে।
শোমচৌ