২৭ তারিখে কুয়ালালুমপুর পারফর্মিং আর্টস সেন্টারে অনুষ্ঠিত হবে KLue Urbanscapes 2009, যার অংশ হিসাবে ২৪ জন কেএলাইটের জীবনযাত্রার ওপর নির্মিত ফোটোস্টোরির প্রদর্শনী হবে। এই ২৪জনের মধ্যে আমার করা ফোটোস্টোরি হল ৩জনকে নিয়ে। এই উপলক্ষে আজকে মিনিমিট ছিল ক্যাপস্কয়ারের ট্যাপারস্ ক্যাফেতে। দুটোর দিকে গিয়ে বোরড্ হয়ে গেলাম। কারো কোন মাথাব্যথা নাই। রাগ করে যখন উঠে যাব তখন আমার ডাক পড়ল। ভিগ (ভিগনেশ বালাসিংগাম) পেশাদার ফোটোস্টোরি ক্রিয়েটার। সে সবারটার আখেরী সম্পাদনা করে দিচ্ছে, আমারটার ভারও তার ওপর। মনে হল এই ব্যাটা আর কীই করবে, আমার ছবি তো ভালো, মাঝখান থেকে মাতব্বরী করে বারোটা বাজিয়ে দেবে। দেখা গেল ভিগ আসলেই কাজ জানে। অনেক সময় নিয়ে সে এদিক সেদিক করে স্টোরি লাইন সাজিয়ে দিল। প্রশংসা করতেই হয়। সে বলেছে স্টোরিটা বেচার চেষ্টা করতে, তিনটা কাজই নাকি "ফাকিং গ্রেট"। হুমম.. দেখা যাক সাতাশ তারিখে কি হয়..

ভিগ আর শাফিনা "আফা"

ক্লান্ত শাফিনা, ব্যস্ত রিপি

ভিগ ভাইজান, কাম করতে করতে কুত্তাপাগল অবস্থা!
No comments:
Post a Comment
To comment in Bangla, please use Avro Keyboard Interface. Click here for Bangla Installation Guide.
বাংলায় লিখতে অভ্র কিবোর্ড ব্যবহার করুন. বাংলা ইন্সটলেশন গাইড পাবেন এখানে।