"Some are born great
Some achieve greatness
Some have greatness thrust upon them...
... and then... there are others.."
এইভাবেই শুরু হয় হার্ভি ক্রাম্পেটের গল্প। অস্ট্রেলিয়ান পরিচালক অ্যাডাম এলিয়টের তেইশ মিনিটের এই ছবিটি ২০০৩ সালে অস্কার পায় পায় সেরা স্বল্পদৈর্ঘ্য চলচ্চিত্রের ক্যাটেগরীতে।
আমার দেখা অসম্ভব চমৎকার মুভির একটা। সহজ কাহিনী আর সহজ দর্শন, তারপরেও বুকের ভেতরে নাড়া দিয়ে যাবে.... হার্ভেক মিলোশ ক্রাম্পেটস্কির বেঁচে থাকার কাহিনী..
বহুদিন পরে ইউটিউবে পাওয়া যাচ্ছে পুরোটা। দেখে ফেলুন যারা দেখেননি....
"Life is like a cigarette..
Smoke it to the butt.."
প্রথম খন্ড
দ্বিতীয় খন্ড
শেষ খন্ড
No comments:
Post a Comment
To comment in Bangla, please use Avro Keyboard Interface. Click here for Bangla Installation Guide.
বাংলায় লিখতে অভ্র কিবোর্ড ব্যবহার করুন. বাংলা ইন্সটলেশন গাইড পাবেন এখানে।