Friday, April 3, 2009

পোর্ট্রেট তোলার গল্প

ক্যামেরা কেনার সময় ভাবতাম পাখির ছবি তুলব। কয়দিন পর টের পেলাম পাখির ছবি তোলা ফোটোগ্রাফির সবচে' কঠিন ও খরুচে বিষয়গুলোর একটা। "কঠিন" অংশগুলোকে রপ্ত করা যায়, টাকা তো আর ম্যানেজ হয় না ম্যাজিক দিয়ে। এরকম সময়ে বোকে কি জিনিস সেটা জানার একটা সুযোগ হল, কিনে ফেললাম ৫০মিমি f/1.8 লেন্স। সেটার পরীক্ষা চললো মাশীদ, ওয়াফিয়া আর ওয়ারিদের ওপর দিয়ে। আবিস্কার করলাম পোর্ট্রেটগুলো খারাপ হচ্ছে না। উতসাহ বেড়ে গেল। একদিন স্পীডলাইট কিনে ফেললাম, আরো কদিন পরে ৩৫মিমি f/1.4L..

এখন পোর্ট্রেট তুলতে ভালোই লাগে। ভাবছি রাস্তাঘাটের মানুষের ক্যানডিড শট কিভাবে নেওয়া যায়। খানিকটা ভীতু কিনা, তাই সাহস হয়না। ৩০০মিমি জুম লেন্স দিয়ে চেষ্টা করা যেত, কিন্তু ৭০-৩০০ এতো নড়াচড়া করে যে লোকে ভয় পেয়ে যায়..
টাকা থাকলে একটা ৮৫মিমি f/1.2L কিনতাম, তখন অবশ্য একটা ফুলফ্রেম ক্যামেরাও জরুরী হয়ে যাবে! কি আর করা..


জেয়ি
Zeyi Shen

ওয়াফিয়া
Wafia

ওয়াফিয়া
Wafia

মনির
ক্যাচ দ্য ড্রিম যখন ক্যাচিত হইলেন

ওয়ারিদ
Waarid


মাশীদ
She

মাশীদ
She

জেয়ি
Zeyi Smiling

জেয়ি
Zeyi in Green

1 comment:

  1. ভাল লাগল পোট্রেটগুলো। আপনি এখানে থাকলে ধর-পাকড় করা যেত আমার ছবি তুলের দেবার জন্য।

    ReplyDelete

To comment in Bangla, please use Avro Keyboard Interface. Click here for Bangla Installation Guide.

বাংলায় লিখতে অভ্র কিবোর্ড ব্যবহার করুন. বাংলা ইন্সটলেশন গাইড পাবেন এখানে