
কাজের প্রয়োজনে বেশ কিছুদিন মন্ট্রিয়লে ছিলাম। একে তো সামার, তার উপরে থাকি ডাউনটাউনের সবচে' সরগরম জায়গাটায়। কোনমতে পাঁচটা দিন পার করতে পারলেই উইকএন্ড, আর উইকএন্ড মানেই হেটেহেটে শহরটার সাথে আড্ডা দেওয়া। এক উইকএন্ডে হাটতে হাটতে চেনা সেন্ট ক্যাথরিন স্ট্রিট ছেড়ে চলে গেলাম বুলভা হ্রেনে-লেভস্কে। বুলভা হ্রেনে-লেভস্ক হল বড় রাস্তা। বড় রাস্তায় গিয়েই অবাক, গাড়ি নাই, ঘোড়া নাই, শুধু দূরে বাজছে ক্যালিপসো ঢাকঢোল! শব্দ শুনে সামনে যেতেই পরিস্কার হল ঘটনা, প্যারেড চলছে, ক্যারিবিয়ানদের প্যারেড, যাবে এই বুলভা ধরেই। নানা রঙে আর সজ্জায় সেজেছে সবাই। কেউ পাখি, কেউ ফুল, কেউ নাচে, কেউবা গায়। সুদীর্ঘ সেই শোভাযাত্রা যাকে স্থানীয়রা বলে ক্যারিফিয়েস্তা প্যারেড। শোভাযাত্রার শেষভাগে ছিল এই কিশোরী, ফুল সেজেছিল সে। মাঝবেলার তাতানো রোদে তাকে বড্ড ক্লান্ত দেখাচ্ছিল। কিন্তু সে আজ ক্যারিফিয়েস্তার ফুল, তাকে কি ক্লান্ত হলে চলে। পানির বোতলটা একটু মুখে ছুইয়েই সমস্ত উদ্যাম নিয়ে সে এগুতে থাকে আবার। আমি ছবি তুলি, ফুলকুমারী হাত নেড়ে হাসে..
হোটলে ফিরতে ফিরতে মনটা বিষন্ন হয়ে পড়ে, শেষ কবে পয়লা বৈশাখে গিয়েছিলাম তা আর মনে পড়েনা.. সময় আমাদের কতো কিছুই না ভুলিয়ে দেয়..
ছবিটা তুলেছেন দারুন রঙচঙে।
ReplyDelete