Wednesday, April 22, 2009

তিওমানে স্কুবা ডাইভিং


আমি আর ডেভিড, এপ্রিল ১৬, ২০০৯ ছবি: মুস্তাফিজুর রহমান

পানিতে আমার ভীষণ ভয়। কিন্তু স্নোরকেলিং এর নেশায় পাবার পর এখন নীল পানি দেখলেই ঝাঁপ দিতে ইচ্ছা করে। এদিকে কিন্তু সাঁতার একদমই পারি না। মুস্তাফিজ ভাই এর সাথ এবার তিওমান গিয়ে মনে হল স্কুবা ডাইভিং বিষয়টা চেখে দেখি। এখানে শেখায়, লাইসেন্স পেতে হলে যে কোর্স করতে হয় তাতে প্রায় হাজার রিংগিত লাগে। তিওমান যাবার আগে শুনেছিলাম, একদম নবিশদের জন্য আধাঘন্টার ডিসকাভারী ডাইভ বলে একটা প্রোগ্রাম আছে। ১৬তারিখ সালাং এ নেমেই তাই দুইজনে গেলাম ডাইভএশিয়া ডাইভিং সেন্টারে। জনপ্রতি খরচ ১৮০ রিংগিত। আমরা মোটেও দমে যাবার পাত্র না। সাইনআপ করে ফেললাম। ইন্সট্রাক্টর আইরিশ, নাম ডেভিড ও'ডোনোভান (David O'Donovan)। মাঝবয়েসী, হালকা ভুড়িও আছে, কিন্তু মানুষ সরস। ব্যাটা ফিটনেস এর খবর নিয়ে ৪০মিনিটের একটা ভিডিও দেখতে বসিয়ে দিল। ভিডিও দেখলেই হবে না, দেখার পর একটা ট্রু ফলস্ মার্কা পরীক্ষাও দিতে হবে। পরীক্ষা শেষে ভদ্রলোক প্যাচাল পারলেন আরো ত্রিশ মিনিট, কি করাবেন, কিভাবে করাবেন এইসব। আমার তো আর তর সয় না! ফাইনালি আমরা কাধে বিসিডি (বয়ান্সি কন্ট্রোল ডিভাইস) চাপিয়ে, ফিন-স্নরকেল-মাস্ক-ওয়েটসুট পড়ে নাবলাম জলে। পানি গলা সমান, জায়গাটার নাম রজার্স রীফ। ফিন পড়ে হাটাই কষ্ট, হাটতে হয় পিছন ফিরে। পানির নিচে কথা বলা যায় না, আকার ইংগিতে প্রশিক্ষন শুরু হল। মুখ থেকে রেগুলেটার খুলে পড়ে গেলে সেটাকে কিভাবে খুঁজে এনে মুখে দিতে হবে, গ্যাস শেষ হলে বন্ধুর এমার্জেন্সি রেগুলেটার কিভাবে ব্যবহার করতে হবে এইসব ছিল শেখার বিষয়। শেখানো শেষ হলে ডেভিড খাড়িটা ঘুরিয়ে দেখালো। ডিসকাভারি কোর্সে প্রশিক্ষক ছাড়া জলে নামা বারন, আর রাখাও হয় অগভীর জলে। পানি থেকে উঠে আমার আর মুস্তাফিজ ভাই এর কী উত্তেজনা!

পয়সা হলে লাইসেন্স নিতে হবে, সাথে একটা ভালো আন্ডারওয়াটার ক্যামেরা.. আহা!..



আমাদের ট্রেইনার ডেভিড ও'ডোনোভান (David O'Donovan)

আমার ডাইভশীটটা রইল এখানে। ডাইভ সম্পর্কিত অনেক তথ্য আছে এখানে (ক্লিক করলে বড় হবে)

1 comment:

  1. বাহ্‌ ভারি মজার তো দেখছি। কিন্তু সমস্যা হচ্ছে আমি একদম সাঁতার কাটতে পারিনা। এখন ছবিটবি দেখতে শিখতে ইচ্ছে করছে।

    ReplyDelete

To comment in Bangla, please use Avro Keyboard Interface. Click here for Bangla Installation Guide.

বাংলায় লিখতে অভ্র কিবোর্ড ব্যবহার করুন. বাংলা ইন্সটলেশন গাইড পাবেন এখানে