Wednesday, March 29, 2006

প্রনতি হে বেজন্মার জাত

মতভেদ থাকতেই পারে। কিন্তু সচেতন অপমতদাতার পরিমান এতো হবে আশা করিনি।

তথ্যপ্রমানের কি এতোই অভাব ছিল?
শুধু যুদ্ধের ছবিগুলোই কি যথেস্ট ছিল না হৃদয়ে সামান্য হলেও বোধ জাগানোর জন্য? নিজের স্বত্তা আবিস্কার করতে উৎসাহিত হবার জন্য?
প্রচুর মানুষের জীবনের বদলে একটা দেশ পাওয়া। সেই মুক্তিযুদ্ধ হয়ে গেল গন্ডগোল। মানুষ মরল ৩০ লাখ, ৩৩ বছর পর সেটা হল ৩ লাখ, ৩ তিন দিন পর হল ৩ হাজার, সাথে ক্রুর উপহাস। কেউ "আসত" বোধ নিয়ে সাফাই গাইলেন নিয়ে চাঁদ-তারা আওয়ামের অখন্ডতার পক্ষে। লাল সবুজ পতাকায় গার্ড অব অনার নিল শেয়ালেরা। "অতীত নিয়ে পড়ে থাকা" গন্য হতে শুরু হল নির্বুদ্ধিতা রূপে।

এই যদি হতে থাকে, তবে তাই হোক।

হয়তো বদলাবে "আমার সোনার বাংলা"। হয়তো বদলাবে সবুজের বুকে লাল সূর্য। বদলাবে ইতিহাস।

মুক্তিযুদ্ধ বন্দী থাক হৃদয়ে। ওই গৌরব গাঁথা কারো করুনায় গড়া নয়, সূর্য সন্তানদের দায়িত্ব ছিল দেবার, তারা দিয়ে গেছেন।

বেজন্মার জাত বেঁেচ থাক রক্তের নোনা স্বাদ নিয়ে ।
এখন আর কারোই কিছু আসে যায় না...

আমরা কি সহজেই না সবকিছুতে অভ্যস্ত হতে পারি...


সামহয়ারইন ব্লগে স্বাধীনতাবিরোধী গোষ্ঠীর তৎপরতার প্রতিবাদে লেখা হয়েছিল ২০০৬ এর মার্চে


মূল লেখাটা আছে এখানে

No comments:

Post a Comment

To comment in Bangla, please use Avro Keyboard Interface. Click here for Bangla Installation Guide.

বাংলায় লিখতে অভ্র কিবোর্ড ব্যবহার করুন. বাংলা ইন্সটলেশন গাইড পাবেন এখানে