Saturday, April 4, 2009
পেতালিংজায়া ফোটোগ্রাফিক সোসাইটির সভ্য হলাম
DCIM শো-তে গিয়ে দেখি এরা সদস্য সংগ্রহ করছে। ধানমন্ডি থেকে কি উত্তরা ক্লাবের সভ্য হওয়া যায়? জিজ্ঞেস করলাম, "আমি কিন্তু পেতালিংজায়াতে থাকি না, সদস্য হতে পারবো তো?"
"কোন সমস্যা নাই, পিনাঙ এর লোকও আমাদের সভ্য"
দেরী না করে ষাটটি রিংগিত খসিয়ে মেম্বার হয়ে গেলাম..
আজকে ছিল পর্সাতুয়ান সেনিফোটো পেতালিংজায়ার (PSPJ) বা পেতালিংজায়া ফোটোগ্রাফিক সোসাইটি-র প্রথম মিটিং, কেএল ইন্টারন্যাশনাল হোটেলে। যেসব হোটেলের নামের সাথে ইন্টারন্যাশনাল শব্দটা থাকে, তাদের অবস্থা সুবিধার হয়না। জিপিএস ছিল বলে কোনমতে পৌছালাম। গিয়ে দেখি জনা ত্রিশেক মানুষ উপস্থিত। বর্তমানে যে সভ্যাপতি তার নাম রাজা ইন্দ্র পুত্রা সংক্ষেপে রিপি। সেই রিপিই আমাদের স্বাগত জানালো। তারপর মার্চের সেরা ছবির বিচারপর্ব চলল, জানানো হল পরবর্তী আউটিং এর বৃত্তান্ত। দুটো লেকচার ছিল। প্রথমটা দিলেন কেএলকোহ, এর সাথে আমার ভালো খাতির জমে গেছে। পরেরটা ছিল রিপির, কম্পোজিশন নিয়ে আলাপ (ছবিতে মাইক হাতে কালো গেঞ্জি)। আলাপ শেষে সে ১২৫ ছবির কম্পোজিশন ব্যাখ্যা করল। পিএসপিজের রীতি অনুযায়ী সভাশেষে তেতারিক পর্ব চলে। আমরা সবাই গেলাম পাশের মেদান সেলেরায় চা-পর্বে অংশ নিতে। এই ক্লাব অনেক পুরোনো, অনেকেই পঞ্চাশ পার করে ফেলেছেন। চা-পর্বে কেএলকোহ চাচ্চুর সাথে অনেক আলাপ হল, বাংলাদেশের শুনে সে খানিকটা অবাকই। তবে আমি একা না, একটা জাপানীও আজকে দলে যোগ দিয়েছে। এদের সাথে ঘোরাঘুরি মন্দ হবে না মনে হচ্ছে
Subscribe to:
Post Comments (Atom)
No comments:
Post a Comment
To comment in Bangla, please use Avro Keyboard Interface. Click here for Bangla Installation Guide.
বাংলায় লিখতে অভ্র কিবোর্ড ব্যবহার করুন. বাংলা ইন্সটলেশন গাইড পাবেন এখানে।