মার্চের ১৬ তারিখ যে আপনার জন্মদিন ছিল সেটা আমি জানতাম না। জানব কি করে, আপনাকে বহুদিন হল ভুলে আছি। কি অদ্ভুত!! কি অদ্ভুত!!
আমি আপনাকে যে গান শুনে চিনেছি আর দশজনও সেই গানেই চিনেছে আপনাকে। সেই দশজনের ন'জন ক্রমশ আপনাকে ছাড়লেও আমি কিন্তু আপনাকে আঁকড়ে ছিলাম বহুকাল। যে গান চোখ খুলে দেখতে শেখায়, যে গান ভাবতে শেখায়, সেই গান আর কে এমন করে শোনাতে পারে। আমার ভীষন মন খারাপ ছিল। আপনার গান শুনে মন ভালো হয়ে গেল। ভালো হবে না কেন? যে গানে রক্তে আগুন ধরায়, যে গান খোলস চীরে দেখতে শেখায়, যে গান হাতমুঠো করতে শেখায়, যে গান ভালোবাসার প্রেমে পড়তে শেখায় সেই গান মন ভালো না করালে, মন থেকেই কি লাভ...
হ্যাপী বিলেটেড বার্থডে সুমন, ষাট বছরেও কি আপনি বুড়ো হবেন..? আমরা সেটা কি করে হতে দেই..
"প্রতিদিন সূর্য ওঠে তোমায় দেখবে বলে, হে আমার আগুন তুমি আবার ওঠো জ্বলে"
Monday, April 6, 2009
Subscribe to:
Post Comments (Atom)
No comments:
Post a Comment
To comment in Bangla, please use Avro Keyboard Interface. Click here for Bangla Installation Guide.
বাংলায় লিখতে অভ্র কিবোর্ড ব্যবহার করুন. বাংলা ইন্সটলেশন গাইড পাবেন এখানে।