Wednesday, January 6, 2010

দীর্ঘভ্রমনে সাথে যা নেওয়া জরুরীঃ সফটওয়্যার

লম্বা সময়ের জন্য দেশবিদেশে গেলে সাথে কি কি সফট্ওয়্যার নেওয়া জরুরী সেটার একটা তালিকা করা যাক

১. TinyXP DVD
২. Adobe Photoshop CS4
৩. Adobe Premiere Pro CS4
৪. Picasa ৩.৬
৫. Firefox (Regular and Portable)
৬. IDM Portable
৭. অভ্র
৮. Canon Utilities DVD
৯. Total Commander 7
১০. Media Player Classic
১১, VLC Media Player
১২. Quiktime Player
১৩. MS Office 2003
১৪. Sony Sound Forge 9
১৫. 7 Zip
১৬. WinRar
১৭. Inkscape
১৮. Adobe Dreamweaver CS4
১৯. Faststone Image Viewer
২০. Adobe Acrobat 8 Pro
২১. XAMPP Toolkit
২২. Malwarebytes' Anti-Malware
২১. Skype
২২. Microsoft Live Messenger
২৩. GoogleTalk

(বাকিগুলো মনে পড়লে আপডেট করা যাবে পড়ে)

4 comments:

  1. লিস্ট কিন্তু ব্যক্তি বিশেষে ভিন্ন হবে। যেমন লাইভ মেসেঞ্জার আর গুগল টকের জায়গায় আমি কেবল পিজন নেবো। ভিএলসি, ক্লাসিক, আর কুইকটাইম এর জায়গায় কেবল কেএমপি নেবো। ইত্যাদি। তবে লিস্টিটা রেফারেন্স হিসেবে অনেকেরই কাজে আসবে। বিশেষ করে যারা উইন্ডোজ ব্যবহার করেন।

    ReplyDelete
  2. অমিত আহমেদের কথা সর্বাংশে সত্য। এই লিস্টটা জেনেরিক ভাবলে ভুল হবে। এটা এমন একজনের লিস্টি যার কাজে ফোটো ও ভিডিওর ব্যবহার কিছুটা বেশী।

    প্রশ্ন হতে পারে ভিএলসি, ক্লাসিক, আর কুইকটাইম এই তিনটি প্রায় একই কাজের জিনিস হওয়ার পরেও তালিকায় জায়গা পেয়েছে কেন। ঘটনা হল আমি ব্যক্তিগত ভাবে ক্লাসিক পছন্দ করি। ভিএলসি আর কুইকটাইমের প্রয়োজেন হয় ফাইল কনর্ভাশন বা স্ট্রিম ক্যাপচার করার জন্য। কুইকটাইম দিয়ে প্রায়ই আমি .mov ফাইলেক .mp4 এ কনভার্ট করে ইউটিউবে আপলোডাই..

    পাঠকরা তাদের লিস্টি মন্তব্য জুড়ে দিলে মন্দ হয় না.. তাহলে আমিও টের পেতাম কিছু বাদ গেল কিনা..

    ReplyDelete
  3. আমি সাথে সিনক্রোনাইজার, এফটিপি, আর এসএসএইচ ক্লায়েন্ট নেবো। কাজের জন্য লাগে। বিটটরেন্ট ক্লায়েন্ট। আর আইফোনের জন্য আইট্যুনস। আর বাকি সব আপনার লিস্টেই আছে মনে হয়।

    ReplyDelete
  4. সাথে নেয়া বলতে কি বোঝালেন ঠিক বুঝতে পারিনি। সাথে ল্যাপটপ নিলে তো এগুলো সাথেই থাকে, তাই নয় কি? আলাদা করে নেয়ার মধ্যে ক্যাননের সফটওয়্যারের ডিভিডিটা উল্লেখযোগ্য। আমি এখন লিনাক্স ব্যবহার করি, তাই ভ্রমণে ফটো এডিটিং আমার জন্য একটা সমস্যা। জিম্প আর ইউএফর (UFRaw)দিয়ে DPPর মত কাজ হয়না।

    ReplyDelete

To comment in Bangla, please use Avro Keyboard Interface. Click here for Bangla Installation Guide.

বাংলায় লিখতে অভ্র কিবোর্ড ব্যবহার করুন. বাংলা ইন্সটলেশন গাইড পাবেন এখানে