Tuesday, January 6, 2009

এলোমেলো কথা - ০৬.০১.০৯

জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের অতিথি পাখি

১.

জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের অতিথি পাখির গল্প শুনেছি বহুদিন ধরে। ঢাকায় এসে প্রথমেই ভেবেছি ঢুঁ মারবো ঐদিকে। সচলাড্ডায় ফারুক ওয়াসিফ এর সাথে দেখা। ভদ্রলোকের জন্য "জিনিস" আনার একটা ঘোষনা দিয়েছিলাম মধ্যযুগে। আমি ভুলে গেছি, তিনি

ভোলেন নাই। কিছুক্ষন তার ধূসর রসবোধ নিয়ে মস্করা করার পর পাখির প্রসঙ্গটা তুললাম। কামেল মানুষ, দুই মিনিটের মধ্যে ফোন্দিয়া নিশ্চিত করলেন "পাখি এসেছে!"

পাখি এসেছে, খুবই আনন্দের কথা। কিন্তু কেমনে যাব? কার সাথে যাব? নানাসূত্রে এই খবর কানে গেল আমাদের পাইলটের। দেখা গেল উৎসাহের হিসাবে সে আরো দুই কাঠি উপরে। সে-ই খানিকটা ধাক্কা দিয়ে নিয়ে গেল কাল, জাহাঙ্গীরনগরে...

জাহাঙ্গীরনগরের মতো সুন্দর ক্যাম্পাস কম

আছে। সময় থাকলে হয়তো ক্যাম্পাসেরই ছবি তুলতাম। যেহেতু ভরদুপুরে (দেড়টা) গেছি তাই পাখিই প্রায়োরিটি। পোস্টঅফিসের সামনে যে জলাটা আছে সেখানে গিয়েই বোঝা গেল জায়গামতো চলে এসেছি। কিচির-মিচির! কিচির-মিচির!

মহাজ্ঞানীরা বলেছেন ৪০০মিলিমিটারের নীচে টেলিফোটো নিয়ে পাখির ছবি তোলা ঠিক্না। গরীবের ভরসা ৭০-৩০০, তাই খুব "জুইত" করা গেল না ছবি তুলে। মু

স্তাফিজ ভাইকে শাপশাপান্ত করতে থাকি মনে মনে, এই লোক ৪০০মিলিমিটার DO লেন্স কেনার ধান্দায় আছে। নিষ্ঠুর!!

পুরো জলাশয় জুড়ে

অসংখ্য হাঁস, এদের সম্ভবত বলা হয় হুইসলিং টীল (Whistling Teal)। ছবি তুলতে তুলতে সাদা বক, কানি বক, ডাহুকও দেখা গেল কিছু।

IMG_7290

IMG_7237

IMG_7124

IMG_7155

IMG_7250

লোকে জানালো আরেকটু ঠান্ডা পড়লে নাকি আরো পাখি আসবে। হাতে সময় নেই, না হলে আবার আসা যেত। কপাল, সব কপাল...

২.
ফেরার পথে জাতীয় স্মৃতিসৌধ আর বধ্যভূমি দেখা হল। আমি স্থাপত্যকলার মানুষ না, গুনবিচার করা কাজ না আমার। তারপরও এই দুটো কীর্তি দেখে আমি অবাক হয়ে রই। এই দুই এর স্থপতিযুগলে পদধূলি নিতে পারলে ভালো হতো..


IMG_7653
কি লাভ সৌধ গড়ে যদি মূল্য না দেই?

৩.
অজানা এক তেলেসমাতিতে চালের দাম বস্তাপ্রতি ১০০টাকা কমে গেছে। কালকে বাবা জানালেন ভোজ্য তেলের দামও নেমে গেছে শ খানেক টাকা। মহাজোট কি খেল দেখানো শুরু করলোরে বাবা!

৪.
কালকে গেছিলাম ধানমন্ডি ২৭ এর "বারবিকিউ টুনাইট" এ। রুমালী রুটি সহযোগে চিকেন টিক্কা আর খাটাখাট খেলাম বহুদিন পর। আহা! কুয়ালালুমপুরে যদি একটা ব্রাঞ্চ খুলতো...
....
অ্যাজ অফ সকাল আটটা, ডজনখানেকবার টয়লেটে গেছি। বাংলাদেশ আকার ইঙ্গিতে বুঝিয়ে দিল আমি আর তার ছেলে নই মন খারাপ

No comments:

Post a Comment

To comment in Bangla, please use Avro Keyboard Interface. Click here for Bangla Installation Guide.

বাংলায় লিখতে অভ্র কিবোর্ড ব্যবহার করুন. বাংলা ইন্সটলেশন গাইড পাবেন এখানে