Friday, February 15, 2008

এলোমেলো কথা - ০৪



কদিন আগে অফিস থেকে সবাইকে একটা করে "চাচামিয়া" ছাতা দিয়েছে। চাচামিয়া ছাতাকে অবহেলা করা ঠিক্না। মাথায় স্টিলের কাঁটা থাকায় মারপিট করার জন্য ভালো অস্ত্র, আবার পাহাড়ী রাস্তায় ভর দিয়ে চলতে গেলেও মন্দ না। কিন্তু এটা দিয়ে "গল্ফ ক্লাব" বানাবার ধান্দাটা অভিনব বলতেই হয়।

লাঞ্চ থেকে ফিরে দেখি মার্কেটিং আইটির ওপেন স্পেস-এ হৈচৈকান্ড! উর্দ্ধতন ব্যবস্থাপকরা ছাতা হাতে putting-এ মগ্ন। সাথে যে যেমন বাজী ধরে নিচ্ছে। প্রত্যেক দিন অফিসে ঢুকেই মনে মনে বলি, আই হেইট দিস জব..

অফিসে কাজ ফেলে সারাদিন পাটিং করতে পারলে মন্দ হতো না। শালার কেলভিন টং আর জ্যাসপার স্টিল!!!

No comments:

Post a Comment

To comment in Bangla, please use Avro Keyboard Interface. Click here for Bangla Installation Guide.

বাংলায় লিখতে অভ্র কিবোর্ড ব্যবহার করুন. বাংলা ইন্সটলেশন গাইড পাবেন এখানে