Wednesday, November 11, 2009

রাতের ঢাকা

বাংলাদেশে এসেই আমার হাত-পা কূটকূট করে। জায়গাটা ফোটুরেদের স্বর্গ বললে খুব বেশী বলা হয়না। আড্ডা মারতে গিয়ে চোখে পড়ল কুপির আলোয় রাতের ঢাকাকে। এই আলোর তুলনা হয়না। এই জিনিস টের পাবার পরে ঘরে থাকা মুস্কিল। কিন্তু ছিনতাই এর ভয়ও ফেলে দেবার মতো না..

শেষমেশ কাল রাতে ক্যামেরা নিয়ে বের হয়েছি, বডিগার্ড হিসেবে একজনকে ভুলিয়ে ভালিয়ে রাজী করিয়ে আনা হয়েছিল। দুইকাপ চা আর আধাপ্যাকেট সিগারেট উড়িয়ে দেবার পরে, ধানমন্ডি থেকে শুরু হল ফটোহান্টিং।

রাতে ছবি তোলার দুইটা সুবিধা। প্রথমটা বলাই হয়েছে, আলো। দ্বিতীয়টা হল, কাজ করা যায় যথাসম্ভব ডিস্ক্রিটলি। ফ্ল্যাশ না জ্বালালে মোটামুটি কোন দৃষ্টি আকর্ষন না করেই কাজ আগানো যায়। কালরাতে আড়াই ঘন্টা ঘোরার ফল কী হয়েছে দেখা যাক। ভাবছি আবার কবে বের হওয়া যায়। যাবে নাকি কেউ সাথে?

১. সিগারেট-ওয়ালা
Dhaka at Night - 1

২. চা-ওয়ালা
Dhaka at Night - 2

৩. বাদাম-ওয়ালা
Dhaka at Night - 3

৪. পিঠা-ওয়ালী
Dhaka at Night - 4

৫. মোবাইল-ওয়ালা
Dhaka at Night - 5

1 comment:

  1. আশ্চর্য, ছবিগুলো কালো ব্যাকগ্রাউন্ডে সম্পূর্ণ অন্যরকম লাগছে। ফ্লিকারে অধিকাংশই সাধারণ মনে হচ্ছিল। এখানে রাতের মতো পরিবেশটাই রাতের ছবিগুলোকে বিমূ্র্ত করে তুলেছে। ছবিগুলোর কম্পোজিশন চমৎকার। সুন্দর একটা ডকুমেন্ট হয়ে থাকলো।

    ReplyDelete

To comment in Bangla, please use Avro Keyboard Interface. Click here for Bangla Installation Guide.

বাংলায় লিখতে অভ্র কিবোর্ড ব্যবহার করুন. বাংলা ইন্সটলেশন গাইড পাবেন এখানে