ইদানিং বাহাত্তুরের সংবিধান নিয়ে ব্যাপক শোরগোল শুরু হয়েছে। মা সেদিন দেখি সেই দুর্লভ বস্তুটির প্রথম সংস্করন নিয়ে হাজির। লাল শক্ত মলাটের একটা ঢাউস বই! আহা শিশুরাষ্ট্রের শিশু সংবিধান! তাকে যৌবনে আসার আগেই কাঁটাছেড়া করা হল কতোবার! শোনা গেল আদি অক্ষত সংস্করনটি এখন নাকি আর কোথাও দেখা যায় না। বাড়ি ফিরে আজ তাই ভাবলাম স্ক্যান করে ফ্লিকারে তুলে দিই। কারো খায়েস হলে পড়ে নেবে। যে বিশ্বাস আর স্বপ্ন নিয়ে একটা দেশের জন্ম হয়েছিল, তার ক্রমশ নিবুনিবু হয়ে আসা উষ্ণতা পেতে চাইলে এই ঢাউস বইটার পাতায় হাঁটু গেড়ে কিছুক্ষন বসে থাকা যেতেই পারে..
পড়া যাবে এই লিংক থেকে১ম সংবিধান নিয়ে কিছু তথ্য---------------------------------------------------------------
অঙ্গসজ্জাঃ হাশেম খান
লিপিকারঃ এ. কে. এম. আব্দুর রউফ
তত্ত্ববধানঃ জয়নুল আবেদীন
অংকনঃ জুনাবুল ইসলাম, সমরজিৎ রায় চৌধুরী, আবুল বারক আলভী
চামড়ার কাজঃ সৈয়দ শাহ্ আবু শফি
মুদ্রণঃ বাংলাদেশ সরকারী মুদ্রাণালয়
পৃষ্ঠা সংখ্যাঃ ১০৯
দ্রষ্টব্যঃ
১. ফ্লিকারে প্রতিটি ছবির উপরে "All Size" বোতামে ক্লিক করলে বড় করে দেখা যাবে..
২. মিলিয়ে দেখতে চাইলে বর্তমান সংবিধান পাওয়া যাবে
এই লিংকেGoogle Friendly Sting: "Bangladesh Constitution 1972"