ব্যাপারটা ঠিক সাধারন নয়, ব্যতিক্রমী বলাই ঠিক। পুরোনো ক্যাথিড্রাল ঠিকঠাক করে এমন চমৎকার আড্ডার জায়গা বানানো সম্বব সেটা চাইমস এ না গেলে ঠিক বোঝা যাবে না। সিঙ্গাপুরে গিয়ে এটা মিস করাটা ভুল হবে। আর যদি এখানে অসাধারন একটা ডিনার উপভোগ করতে চান তবে ল বারোক এ যেতে পারেন র্নিভাবনায়।
No comments:
Post a Comment
To comment in Bangla, please use Avro Keyboard Interface. Click here for Bangla Installation Guide.
বাংলায় লিখতে অভ্র কিবোর্ড ব্যবহার করুন. বাংলা ইন্সটলেশন গাইড পাবেন এখানে।