Thursday, February 2, 2006
বেকার স্ট্রীট
বেকার স্ট্রীট যাবার ইচ্ছেটা ছিল শুরু থেকেই। শেষদিনটায় একা একা টিউবে চেপে বসলাম। পৌছে দেখি সব বন্ধ। কনকনে হাওয়া আর হাড়কাপানো শীত। তবুও খুশি। শার্লক হোমস এর মূর্তিটাতো দেখা গেল!
পেনাং দ্বীপের মন্দির
চাইমস, সিঙ্গাপুর
শ্রী পেতালিং
ভালোবাসার দেশ ছেড়ে বাসা বেধেছিলাম একটা ছোট্ট শহরে, নাম শ্রী পেতালিং। ২০০৫ এর ফেবরুয়ারির ৬ তারিখ। হাইওয়ে দিয়ে ঝড়ের বেগে গাড়ি ছুটিয়ে চলছে স্যাম। শার্টের হাতা দিয়ে মাঝে মাঝে চোখের কোনা মুছে যাচ্ছি। দীর্ঘ পথের যখন শেষ, আমি হাজির এক অচেনা শহরে। আজ একটা বছর পরে সেই শহরই আমার সমস্ত দুঃখ, একাকীত্বআর আনন্দের সঙ্গী। শ্রী পেতালিং, তোমার জন্য ভালোবাসা..
বাংলা ব্লগে এটাই আমার প্রথম লেখা, প্রকাশিত হয় সামহয়ারইনব্লগে, ২০০৬ এর ২রা ফেব্রুয়ারি। তখনও ব্লগোস্ফিয়ারের অলিগলি টের পাইনি, বাংলায় লিখতে পারাটাই তখন সবচে' বড় আনন্দ!
এই লেখাটা পড়ে প্রথম মন্তব্য ছিল মাশীদের..
বাংলা ব্লগে এটাই আমার প্রথম লেখা, প্রকাশিত হয় সামহয়ারইনব্লগে, ২০০৬ এর ২রা ফেব্রুয়ারি। তখনও ব্লগোস্ফিয়ারের অলিগলি টের পাইনি, বাংলায় লিখতে পারাটাই তখন সবচে' বড় আনন্দ!
এই লেখাটা পড়ে প্রথম মন্তব্য ছিল মাশীদের..
আজ থেকে এক বছর আগে
তোমার আমার ছাড়াছাড়ি
যাবার বেলায় দুঃখ কত
রাগ - অভিমান - মারামারি
সিঙ্গাপুর টু মালয়েশিয়া
মাঝখানে এক সাগর পাড়ি
চোখের জলে যাই ভেসে যাই
অন্য পাড়ে তাড়াতাড়ি
দুই শহরে থাকছি দু'জন
কাজের চাপে ব্যস্ত ভারি
এনডা রিগাল, শ্রী পেতালিং
আজ আমাদের উইকেন্ড বাড়ি
...
Subscribe to:
Posts (Atom)