Wednesday, February 3, 2010
ক্যামেরাভাঙ্গা দিন..
জানুয়ারির ৩১ তারিখ ব্যাগ থেকে আমার ফাইভডিমার্কটুটা পড়ে গেল, পড়ে গেল একদম, ভাঙ্গা পাথর ছড়ানো বোহ্ টি গার্ডেনের পার্কিং-এ। ম্যাগনিশিয়াম বডি আর এল লেন্স যথেষ্ট শক্তপোক্ত হলেও এলসিডি স্ক্রিনটা নয়। না, ছবি দেখার স্ক্রিনটা না, সেটিং দেখার জন্য দেওয়া সাদাকালো ছোট প্যানেলটা গেছে, ফেটেফুটে একেবারে চৌচির। বাকহারা হয়ে গেলাম। বাড়ি ফিরে জানা গেল এসব ঠিক করা যায়। ক্যাননে দিয়ে এসেছি। তারা কাল জানাবে কী হাল। ভালোই খসে যাবে এই দুর্দিনে!!! তার উপরে তিন সপ্তাহ ক্যামেরা ছাড়া থাকতে হবে... আর ভালো লাগে না..
2 comments:
To comment in Bangla, please use Avro Keyboard Interface. Click here for Bangla Installation Guide.
বাংলায় লিখতে অভ্র কিবোর্ড ব্যবহার করুন. বাংলা ইন্সটলেশন গাইড পাবেন এখানে।
Subscribe to:
Post Comments (Atom)
আহারে! এখন কী অবস্থা? ঠিক হয়েছে নিশ্চই?
ReplyDelete:) canon fixed it, they charged only 50usd
ReplyDelete