- Star Trek I: The Motion Picture (1979)
- Star Trek II: The Wrath of Khan (1982)
- Star Trek III: The Search for Spock (1984)
- Star Trek IV: The Voyage Home (1986)
মাশীদ আগেই সাবধান করে দিল, নতুনটা ভালো লাগবার কারন নাকি এর হালকাচালের নন-সিরিয়াস উপস্থাপনা। আমি বললাম, "হুম", তারপর দেখতে বসলাম প্রথমটা। মাশীদের কথা সত্য প্রমানিত হল। বেশীক্ষন দেখা গেল না। দ্বিতীয়টা দেখা গেলেও আহামরি লাগলো না। তৃতীয়টাও বোগাস। কিন্তু চতুর্থটা দেখে মজা লাগলো। মজার ব্যাপার হল এই (চার নম্বরটা) সিনেমাটার ডিরেক্টর ছিলেন মিস্টার স্পাক খ্যাত লেনার্ড নেময় (যদিও ভদ্রলোক পুরো সিনেমা জুড়ে টাওয়েল মার্কা কাপড়ের বাথরোব-টাইপ কিছু একটা পড়ে পার করে দিলেন)।
স্ট্রারট্রেক নিয়ে সিনেমা হয়েছে ডজন দেড়েক এর মতো। ভাবছি বাকিগুলোও দেখে ফেললে কেমন হয়..
No comments:
Post a Comment
To comment in Bangla, please use Avro Keyboard Interface. Click here for Bangla Installation Guide.
বাংলায় লিখতে অভ্র কিবোর্ড ব্যবহার করুন. বাংলা ইন্সটলেশন গাইড পাবেন এখানে।