আমি ডেভিড ই. কেলির ব্যাপক পাংখা। এই লোকের অমরকীর্তি গুলো কিছু হল, Picket Fences, Chicago Hope, The Practice, Ally McBeal, Boston Public, Boston Legal ইত্যাদি (এর মধ্যে বোস্টন লিগাল আমার দেখা সেরা টিভি সিরিজগুলোর একটা) ।
আমি ডেভিড ই. কেলির নাম প্রথম জানি পিকেট ফেন্সেস্ এর মাধ্যেমে। আজকে ভাবলাম র্যাপিডশেয়ার পাওয়া গেলে নামিয়ে ফেলি। কপাল ভালো পুরো চার সিজন এর সন্ধান আছে এইখানে। র্যাপিডশেয়ার থেকে এতো ফাইল নামানোর জন্য ভালো টুল হল Internet Download Manager। টাকা সমস্যা না হলে ১৬ ইউরো দিয়ে র্যাপিডশেয়ার এর প্রিমিয়াম একাউন্ট কিনে ফেল্লে নেটের পুরো স্পিডই পাওয়া যায় (আমি ১ মেগাবিটস্ এর কানেকশনে পাই ১৭০ কিলোবাইট/সেকেন্ড!!)
উইকএন্ডে দেখার জিনিসের অভাব হবে না বোঝা যাচ্ছে... জয় র্যাপিডশেয়ার!
Friday, May 29, 2009
Subscribe to:
Post Comments (Atom)
No comments:
Post a Comment
To comment in Bangla, please use Avro Keyboard Interface. Click here for Bangla Installation Guide.
বাংলায় লিখতে অভ্র কিবোর্ড ব্যবহার করুন. বাংলা ইন্সটলেশন গাইড পাবেন এখানে।