Wednesday, January 13, 2010

কবিতা শেখা

আকিমুন ম্যাডাম একবার জিজ্ঞেস করলেন, "কবিতা জানিস?"
আমি নিরীহমুখে বললাম, "না"
ভদ্রমহিলা খানিকটা আহত হলেন, একটা মানুষ জীবনে একটাও কবিতা জানবে না সেটা তার পছন্দ ছিল না। তিনি সেই রাতেই (আমরা তখন লিভ-ইন ফিল্ড এক্সপিরিয়েন্স নামের একটা কোর্সে ছিলাম বগুড়ায়) গাছতলাতে বসে অরুণকুমার সরকারের এই কবিতাটা শেখালেন আমাকে

প্রার্থনা
যদি মরে যাই
ফুল হয়ে যেন ঝরে যাই
যে ফুলের নেই কোনো ফল
যে ফুলের গন্ধই সম্বল
যে গন্ধের আয়ূ একদিন
উতরোল রাত্রিতে বিলীন
সেই রাত্রি তোমারই দখলে
আমার সর্বস্ব নিয়ে জলে
আমার সত্তাকে করে ছাই
ফুল হয়ে যেন ঝরে যাই....

এই কবিতার কথা মনে ছিলনা বহুদিন। আজকে একটা ওয়েবসাইটে দেখে টুকে রাখলাম..

2 comments:

  1. বাহ্! সুন্দর কবিতা! thanks for sharing.

    ReplyDelete
  2. কবিতাটা অসাধারণ লাগলো!

    ReplyDelete

To comment in Bangla, please use Avro Keyboard Interface. Click here for Bangla Installation Guide.

বাংলায় লিখতে অভ্র কিবোর্ড ব্যবহার করুন. বাংলা ইন্সটলেশন গাইড পাবেন এখানে